আজ থেকে খুললো আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলের গার্মেন্টস-কারখানাগুলো।
সকাল থেকেই নির্ধারিত সময়ে বৃষ্টি উপেক্ষা করে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। আশুলিয়া-গাজীপুরের কিছু সংখ্যাক কারখানা বাদে সবগুলোতেই শান্তিপূর্ণভাবে চলছে উৎপাদন। নিরাপত্তা নিশ্চিতে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও শিল্প পুলিশের একাধিক টিম।
বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শ্রমিক বিক্ষোভের জেরে তৈরি পোশাক খাতের অস্থিরতা টানা দুই সপ্তাহ ধরে চলছে। এর জেরে বৃহস্পতিবারও সাভার-আশুলিয়া ও গাজীপুরের ২৫৭ তৈরি পোশাক কারখানা বন্ধ ছিল। এর মধ্যে ৯৪ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল মালিকপক্ষ। শুধু আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল ৮৬টি কারখানা।