1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

আজ ঢাকা আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৮
Download (1)

দুইদিনের সফরে আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সফরের দ্বিতীয় দিন আগামীকাল শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার।

বৃহস্পতিবার বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমান।

জানা গেছে, এই সফরে ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানেও রাশিয়াকে অনুরোধ করবে বাংলাদেশ। রোহিঙ্গা প্রত্যাবাসনে সক্রিয় সমর্থনের আহ্বানও জানাবে।

এছাড়া খাদ্য, সার ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে তার সঙ্গে ঢাকার পক্ষ থেকে আলোচনা করা হবে।

ইন্দোনেশিয়া থেকে ঢাকায় আসছেন সের্গেই ল্যাভরভ। জাকার্তাতে ১৮তম ইস্ট এশিয়া সম্মেলনে যোগদান শেষে তিনি রওনা হবেন। তাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

এদিকে বিশ্বের অন্যতম বৃহৎ পরাশক্তি হিসেবে রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর ঘিরে চলছে নানা জল্পনা-কল্পনা। রুশ পররাষ্ট্রমন্ত্রীর এই সফর পশ্চিমা দেশগুলোও সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x