এশিয়া কাপ আরচ্যারি ওয়ার্ল্ড র্যাংকিং স্টেজ-থ্রিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে একটি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
আজ (১০ জুন) রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এই পদক অর্জন করে বাংলাদেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে এশিয়ার ২৪ এবং ওশেনিয়ার ২টি দেশ অংশগ্রহণ করে।
হাকিম আহমেদ রুবেল, রামকৃষ্ণ সাহা ও সাগরের সমন্বয়ে বাংলাদেশ দল টাইব্রেকারে ব্রোঞ্জ জিতে নেয়। নির্ধারিত সেট পয়েন্টে তাদের ৪-৪ সমতা ছিল। এরপর টাইব্রেকিংয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার উভয় দলের খেলোয়াড়রা একবার করে তির ছোড়েন। রুবেলদের স্কোর সেখানে ২৯ আর অস্ট্রেলিয়ার ২৭ হয়।
এদিকে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে চীন স্বর্ণ ও ভারত রৌপ্য পেয়েছে। ব্যক্তিগত ও দলীয় কয়েকটি ইভেন্টে অংশ নিলেও মাত্র একটি ইভেন্টে পদকের জন্য লড়তে সক্ষম হয় বাংলাদেশ।
আগামীকাল বিকেলে সিঙ্গাপুর থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।