1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

অস্ট্রিয়ায় স্কুলে বন্দুক হামলা, নিহত ৯

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৪০
Web

অস্ট্রিয়ার একটি স্কুলে গোলাগুলিতে আততায়ীসহ মোট ৯ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) দেশটির গ্রাজ শহরের একটি স্কুলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আজ ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে। কিন্তু ঠিক কতজন মারা গেছে তা স্পষ্ট করে বলা হয়নি।

তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দেশটির কয়েকটি সূত্রের বরাতে জানিয়েছে, হামলার পর ৯টি মরদেহ পাওয়া গেছে। যার মধ্যে হামলাকারীর মরদেহ আছে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে স্থানীয় মেয়র এলকে কাহর বার্তাসংস্থা এপিএ নিউজকে জানিয়েছেন, নিহতদের মধ্যে সন্দেহভাজন বন্দুকধারী আছে।

অপরদিকে, পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, বন্দুকধারী এ স্কুলেরই শিক্ষার্থী ছিল।

অস্ট্রিয়ান সংবাদমাধ্যম ক্রোনেন জেইতাং জানিয়েছে, সকাল ১০টার দিকে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। আর হামলা হয় দুটি ক্লাসরুমে।

দেশটির সংবাদমাধ্যমগুলোতে আরও বলা হচ্ছে, অস্ট্রিয়ায় স্কুলে এ ধরনের হামলা খুবই বিরল। এটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা।

জানা গেছে, বন্দুকধারী প্রায় এক ঘণ্টা স্কুলটিতে তাণ্ডব চালায়। এরপর সেখানে পুলিশ উপস্থিত হয়। রাষ্ট্রায়াত্ত্ব সংবাদমাধ্যম ওআরএফ জানিয়েছে, ধারণা করা হচ্ছে বন্দুকধারী নিজেই পরবর্তীতে আত্মহত্যা করে।

প্রসঙ্গত, যে স্থানে হামলা হয়েছে সেটি অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহৎ শহর ও রাজধানী ভিয়েনা থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2025.
Site Customized By NewsTech.Com