1. citymelaltd@gmail.com : আবু হেনা : আবু হেনা
  2. foysalmahmudbd9@gmail.com : ফয়সাল মাহমুদ : ফয়সাল মাহমুদ
  3. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  4. kkomol296@gmail.com : kamrul Hossain : kamrul Hossain
  5. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  6. nurulimran26@gmail.com : নুরুল ইমরান : নুরুল ইমরান
  7. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
অস্কারের দাম মাত্র ১ ডলার! - প্রিয় আলো

অস্কারের দাম মাত্র ১ ডলার!

  • আপডেট সময় বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ২৬
oscar-20230314081130

চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত ‘অস্কার অ্যাওয়ার্ডস’। এই মঞ্চে পুরস্কৃত হওয়ার অর্থ গোটা বিশ্বব্যাপী সম্মানিত হওয়া। বিনোদন জগতের সঙ্গে যুক্ত শিল্পীদের এই পুরস্কার নিয়ে আগ্রহের শেষ নেই। পুরস্কারটি হাতে পেলে গর্বের বুক ভরে ওঠে তাদের।

এই অস্কারের আর্থিকমূল্য কত জানেন? মাত্র ১ ডলার।

বিজেতারা এই পুরস্কার বিক্রি করতে পারবেন না, নষ্ট করতেও পারবে না বলেই এর আর্থিকমূল্য মাত্র ১ ডলার। যদিও এই স্ট্যাচু তৈরি করতে খরচ পড়ে ৪০০ ডলার।

নিউজ ১৮-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। প্রতি বিজেতাকেই তা মেনে চলার নির্দেশও দেওয়া হয়। যেহেতু এটি ইন্ডাস্ট্রির সর্বাধিক সম্মানিত পুরস্কার, সেহেতু এটি কেউ কিনতে বা বিক্রি করতে পারবে না। আর যদি এটি বিক্রি করতে চায়, তবে সবার আগে যেন তা অ্যাকাডেমিকেই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিতে হবে। তাও মাত্র ১ ডলার মূল্যে। অন্যত্র এটি বিক্রিও করা যাবে না।

প্রসঙ্গত, ২০১৫ সালে ক্যালিফোর্নিয়ার এক বিচারক এমন একটি রায় দিয়েছিলেন।

মূলত, এই পুরস্কারকে সুরক্ষিত করতেই এমন নিয়ম করা হয়েছে। তাই ইচ্ছে থাকলেই কিনে ফেলা যাবে না। আবার কোনো বিজেতা এটি নষ্টও করতে পারবেন না।

আইকে

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2022.
Site Customized By NewsTech.Com
x