শ্রমিকরা যেন তাদের সব অসন্তোষ ও অভিযোগ নির্বিঘ্নে সরকারের কাছে পৌঁছাতে পারেন সেজন্য হেল্প লাইন চালু করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
টোল ফ্রি এ নম্বরে কল করে যেকোনো শ্রমিক তার অভিযোগ দায়ের করতে পারবেন।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
এতে জানানো হয়, এখন থেকে শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সব ধরনের অভিযোগ জানাতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের হেল্পলাইন নম্বরে- ১৬৩৫৭ (টোল ফ্রি) ডায়াল করতে পারবেন শ্রমিকরা।