1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ আর নেই

  • আপডেট সময় শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১০১
Abdur Rasid 2406141003

নিরাপত্তা বিশ্লেষক এবং অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ মারা গেছেন।

শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। এর আগে গুরুতর আহতাবস্থায় আব্দুর রশীদকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।

জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।

দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ আব্দুর রশীদ। পাশাপাশি তিনি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x