ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা রয়েছে কি না তা নিয়ে সুপ্রিম কোর্টের মতামত চেয়েছিলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। দুর্যোগ মুহূর্তে মধ্যবর্তী সরকারের দরকার রয়েছে বলে মত দিয়েছেন আপিল বিভাগ।
গত বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শপথ পাঠ করানোর বিষয়ে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের কাছে মতামত চান। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি ভার্চুয়ালি যুক্ত হয়ে মত দেন— অন্তবর্তীকালীন সময়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধান উপদেষ্টাসহ অন্যদের শপথ পাঠ করানো যাবে।
সুপ্রিম কোর্ট প্রশাসন মতামত দেয়ার বিষয়টি আজ শুক্রবার (৯ আগস্ট) নিশ্চিত করেন। সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ আদালতকে বলেন, এখন দেশে প্রধানমন্ত্রী ও সংসদ নেই। এই অবস্থায় রাষ্ট্র পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের মতামত দরকার। পরে আপিল বিভাগ আলোচনা করে ওই মত দেন।
সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী মতামত দিয়ে আপিল বিভাগ বলেন, সংসদ না থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা ও কয়েকজন উপদেষ্টা নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে।