1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter
শিরোনাম
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক চলছে আওয়ামী লীগকে টিকিয়ে রাখতে আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিলো বিডিআর হত্যাকাণ্ড: অ্যাটর্নি জেনারেল চলচ্চিত্র শিল্পের সমস্যা চিহ্নিত করা হয়েছে: ফারুকী টঙ্গীর বিশ্ব ইজতেমায় হামলার হুমকি দেয়া যুবলীগ নেতা আটক আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ১১ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক মায়ের সামনে আগুনে পুড়ে অঙ্গার শিশু জিহানের দাফন সম্পন্ন ফের ব্রাইটনের কাছে হারলো চেলসি জীবনকে খুব সিরিয়াসলি নিই না: রাশমিকা দুর্নীতি বন্ধে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন প্রয়োজন: ড. ইফতেখারুজ্জামান আমরা বাংলাদেশে অযোগ্য শাসক চাই না: হাসনাত আব্দুল্লাহ

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে নায়িকার সঙ্গে কুমার শানুর লিভ টুগেদার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ৫৬
Img 20250114 135429

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু। অসংখ্য হিট গানে শ্রোতা-দর্শক মাতিয়েছেন তিনি। সম্প্রতি তার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চর্চা হচ্ছে। অভিনেত্রী কুনিকা সদানন্দ দাবি করেছেন প্রথম স্ত্রীর থাকাকালীন তার সঙ্গে একত্রবাস করেছেন গায়ক। পাশাপাশি ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেন ডিভোর্স।

এর আগে কুমার শানুর ছেলে জানকেও এমন বলতে শোনা গিয়েছিল বিগ বসের আসরে। তিনি বলেছিলেন, আমার জন্য, আমার মা-ই বাবা এবং মা উভয়ের ভূমিকা পালন করেছে। আমার মা যখন আমাকে নিয়ে ৬ মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার বাবা-মা আলাদা হয়ে যান, তাই আমি শৈশব থেকেই কেবল মায়ের সঙ্গেই বড় হয়েছি।

ছেলের পাশাপাশি কুমার শানুর সেক্রেটারিও গায়কের বহুগামিতার কথা স্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, কুমারের অনেক ‘গার্লফ্রেন্ড’ আছে এবং আপাতত, তিনি জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির সঙ্গে ডেট করছেন।

মূলত এই মীনাক্ষী-ই কুমার শানুর প্রথম সংসার ভাঙার নেপথ্য কারিগর। মহেশ ভাটের জুর্মের প্রিমিয়ার শোতে প্রথম দেখা হয় তাদের। এরপর প্রেম। প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যের সঙ্গে কুমার শানুর বিয়ে হয়েছিল আশির দশকের মাঝামাঝিতে। তাদের তিন সন্তান। তারা হলেন জেসি, জিকো ও জান।

এদিকে কুমারের সঙ্গে নিজের প্রেমের ফিরিস্তি টেনে তিনি জানান, স্ত্রী রীতার সঙ্গে ঝামেলা চলছিল সেসময়। একদিন কিছু বন্ধুর সঙ্গে বসে মদ্যপান করছিলেন শানু। হঠাৎ কাঁদতে শুরু করেন। হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ারও চেষ্টা করেন। সেসময় গায়ককে সামলাতে সামলাতে ভালোবেসে ফেলেন কুনিকা। তারা দীর্ঘ ৫ বছর লিভ ইন করেন।

প্রসঙ্গত, ১৯৮০ সালে রীতাকে বিয়ে করেন কুমার শানু। এ সংসারে তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। পরবর্তীতে ২০০১ সালে সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x