1. imran.vusc@gmail.com : প্রিয়আলো ডেস্ক : প্রিয়আলো ডেস্ক
  2. m.editor.priyoalo@gmail.com : Farhadul Islam : Farhadul Islam
  3. priyoalo@gmail.com : প্রিয়আলো ডেস্ক :
  4. imran.vus@gmail.com : Sabana Akter : Sabana Akter

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ : কোয়ার্টারে ফাইনালে ব্রাজিল, বিদায় আর্জেন্টিনার

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪
122221 Brazil Bdp

কলম্বিয়ায় চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপ। সেখানে শেষ ষোলোর ম্যাচে ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টারে ফাইনালের টিকিট পেয়েছে ব্রাজিলের মেয়েরা। অন্যদিকে জার্মানির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আর্জেন্টিনা।

শুক্রবার ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করে ব্রাজিল। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও পেনাল্টি থেকে গোল করে সমতায় থেকে বিরতিতে যায় ব্রাজিলের মেয়েরা। এরপর দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে দুই গোল করে ব্রাজিল। তাতে ৩-১ গলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

ব্রাজিলের জয়ের দিনে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে। জার্মানির কাছে ৫-১ গোলের ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার মেয়েরা। জার্মানির হয়ে জোড়া গোল করেন নাচতিগাল। এছাড়া একটি করে গোল করেন জানজিন, ব্যান্ডের ও জিকাই। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি করেছেন লোম্বারডি ল্যারের।

এ জাতীয় আরো খবর
© All rights reserved priyoalo.com © 2023.
Site Customized By NewsTech.Com
x