সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী অক্টোবরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করবেন।
রবিবার (১৮ জুন) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর পরিচালনা বিষয়ক এক সেমিনারে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, এ বছরই নির্বাচনের আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও পর্যন্ত কাজ শেষ হবে। পরের ধাপে সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সঙ্গে যে জটিলতা আছে, তা মিটিয়ে কাজ এগিয়ে নেয়া হবে।
এ সময় মেট্রোরেলে পোস্টার সাঁটানোকে রুচির দুর্ভিক্ষ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের।
যারা এ কাজের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এছাড়া সব জায়গায় ধূমপান ঠেকাতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রকে আহ্বানও জানান সেতুমন্ত্রী।